আসুস আনলো নতুন গেমিং ল্যাপটপ

কম্পিউটার রিভিউ April 6, 2017 1,106
আসুস আনলো নতুন গেমিং ল্যাপটপ

নতুন একটি গেমিং ল্যাপটপ বাজারে আনলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। মডেল রগ জিএক্স৮০০। ল্যাপটপটি সুপার স্মুথ। এটি হাই এন্ড সিরিজের


ল্যাপটপ। নতুন ল্যাপটপটি জিএক্স ৭০০ এর আপডেটেড ভার্সন।


ল্যাপটপটিতে আছে সর্বাধুনিক এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ১০৮০ এসএলআই গ্রাফিক্স কার্ড। এতে অ্যাডভান্স হাইড্রো ওভারলকিং সিস্টেম লিকুইড কুলিং মডিউল রয়েছে।


ল্যাপটপটিতে ফোরকে ইউএচডি গেমপ্লে রয়েছে। এতে ভিআর গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এতে ইনটেলের কোরআই৭ প্রসেসসর রয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ৩.১ গিগাহার্জ থেকে ৪.৪ গিগাহার্জ।


আসুসের নতুন ল্যাপটপটিতে ১৮.৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৩৮৪০x২১৬০ পিক্সেল। এতে ফোরকে ইউএইচএডি রেজুলেশন পাওয়া যাবে। ডিসপ্লেতে এন্টি


গ্লেয়ার কোটিং আছে। এতে এনভিডিয়া জি-সিঙ্গ টেকনোলজি ব্যবহার করা হয়েছে।


শক্তিশালী এই ল্যাপটপটিতে মেকানিক্যাল অ্যাডভান্স গেমিং কিবোর্ড রয়েছে। প্রতিটি কিতে আরজিবি এলইডি লাইট পাওয়া যাবে।


ভারতের বাজারে ল্যাপটপটি বিক্রি হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার রুপি।