সাধারন জ্ঞানের আসর - ৯৯তম পর্ব

সাধারণ জ্ঞান April 5, 2017 1,832
সাধারন জ্ঞানের আসর - ৯৯তম পর্ব

১. প্রশ্ন : বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় কখন?

উত্তর : অগ্রহায়ণ-পৌষ মাসে।


২. প্রশ্ন : সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?

উত্তর : ৬২%।


৩. প্রশ্ন : MDG-এর অন্যতম লক্ষ্য কী?

উত্তর : ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।


৪. প্রশ্ন : কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?

উত্তর : পাঙন।


৫. প্রশ্ন : ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?

উত্তর : ইসলাম খান।


৬. প্রশ্ন : বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ কোনটি?

উত্তর : পূর্ব জার্মানি।


৭. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি?

উত্তর : ১৯টি।


৮. প্রশ্ন : ‘শুভলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?

উত্তর : রাঙ্গামাটি।


৯. প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী?

উত্তর : লালপুর, নাটোর।


১০. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?

উত্তর : ১৭ জানুয়ারি ১৯৭২।