গ্রীষ্মের ফল তরমুজ ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। এটি ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও সুন্দর করে। ত্বকের অতিরিক্ত তেল ও রোদে পোড়া দাগ দূর করতেও জুড়ি নেই তরমুজের।
• জেনে নিন ত্বকের যত্নে কীভাবে তরমুজ ব্যবহার করবেন. . .
তরমুজ ও দই
সমপরিমাণ তরমুজের রস ও দই একসঙ্গে মেশান। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য উপকারী এই ফেসপ্যাক। এটি ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে।
তরমুজ ও কলা
একটি কলা চটকে তরমুজের রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি নিয়মিত ত্বকে ব্যবহার করলে দূর হবে ব্রণের সমস্যা।
তরমুজ ও অ্যাভোকাডো
অ্যাভোকাডো চটকে তরমুজের রসের সঙ্গে মেশান। এই ফেসপ্যাক ত্বকের বলিরেখা দূর করে টানটান করবে ত্বক।
তরমুজ ও মধু
তরমুজের রসের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও কোমল হবে।
তরমুজ ও শসা
শসার রসের সঙ্গে তরমুজের রস মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। দূর হবে সানবার্ন।