২৮ হাজার টাকায় আসুসের ডেস্কটপ কম্পিউটার

কম্পিউটার রিভিউ April 4, 2017 1,166
২৮ হাজার টাকায় আসুসের ডেস্কটপ কম্পিউটার

মাত্র ২৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের ডেস্কটপ। ডেস্কটপটির মডেল কে৩১এএন।


ডেস্কটপটির সঙ্গে আছে ১৮.৫ ইঞ্চির মনিটর, কিবোড এবং মাউস। দেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।


আসুসের সাশ্রয়ী দামের ডেস্কটপটিতে আছে ইনটেল পেনটিয়াম কোয়াডকোর জে২৯০০ প্রসেসর। প্রসেসরে ক্লকস্পিড ২.৪-২.৬ গিগাহার্জ।


এতে আসুসের ১৮.৫ ইঞ্চির এলইডি ব্যাকলিট মনিটর আছে।


ডেস্কটপটিতে আছে ইনটেলের এইচডি গ্রাফিক্স কার্ড।


এতে সাটা ৫০০ জিবির হার্ডডিস্ক আছে। র‌্যাম আছে ৪ জিবি। র‌্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


আসুসের নতুন ডেস্কটপটিতে ২৪এক্স সুপারমাল্টি ডিভিডি রিরাইটেবল ড্রাইভ রয়েছে। কানেকটিভিটি হিসেবে আছে ১এক্স ইউএসবি ৩.০।


কালো রঙে ডেস্কটপটি পাওয়া যাবে। এতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।