আলতা ব্যবহার করা কি জায়েজ?

ইসলামিক শিক্ষা April 3, 2017 2,826
আলতা ব্যবহার করা কি জায়েজ?

প্রশ্ন : আলতা ব্যবহার করা কি জায়েজ?


উত্তর : আলতা বলতে আপনি যেটা বুঝিয়েছেন, সেটা আমি ভালো করে বুঝতে পারিনি। আলতা যদি রং-জাতীয় হয় এবং সেটার ওপর যদি কোনো আবরণ না থাকে, সেটি ব্যবহার করতে কোনো আপত্তি নেই।


আর যদি রং-জাতীয় হয় এবং সেটার ওপর আবরণ থাকে, তাহলে তিনি অজু করে পরবেন এবং পরে ভালোমতো পরিষ্কার করে তারপর আবার প্রয়োজনীয় অজু করবেন।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন