ইঁদুরগুলো করছেটা কী

বন্ধু কৌতুক April 2, 2017 1,401
ইঁদুরগুলো করছেটা কী

১ম বন্ধু : দোস্ত ইঁদুরের উৎপাতে ঘরে অার থাকতে পারছি না, কী করা যায় বল?


২য় বন্ধু : একটা ফাঁদ কিনে নে।


১ম বন্ধু : অন্য কোনো উপায় নাই?


২য় বন্ধু : কেন, কী সমস্যা?


১ম বন্ধু : ফাঁদ কেনার টাকা নাই।


২য় বন্ধু : ঠিক অাছে, অামি একটা ফাঁদ কিনে দিচ্ছি। তুই শুধু একটা মাংসের হাড় ফাঁদে দিয়ে রাখবি।


১ম বন্ধু : দোস্ত ঘরে মাংস নাই।


২য় বন্ধু : তাহলে মাছের কাঁটা দিবি।


১ম বন্ধু : মাছও নাই।


২য় বন্ধু : এক টুকরা পাউরুটি রেখে দিস।


১ম বন্ধু : পাউরুটিও তো নাই।


২য় বন্ধু : তাহলে ইঁদুরগুলো তোর বাড়িতে করছেটা কী!