শিক্ষক : তুমি বড় হয়ে কী করবে?
পল্টু : ফেসবুক ইউজ করবো।
শিক্ষক : আমি বোঝাতে চাচ্ছি, বড় হয়ে তুমি কী হবে?
পল্টু : ফেসবুক ইউজার।
শিক্ষক : আরে, আমি বলতে চাচ্ছি- তুমি বড় হয়ে কী পেতে চাও?
পল্টু : লাইক, কমেন্ট।
শিক্ষক : গাধা, তুমি বড় হয়ে মা-বাবার জন্য কী করবে?
পল্টু : পেজ খুলবো।
শিক্ষক : গর্দভ, তোমার বাবা-মা তোমার কাছে কী চায়?
পল্টু : আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড।
শিক্ষক : তোমার জীবনের লক্ষ্য কী?
পল্টু : আপনার মেয়ের অ্যাকাউন্ট হ্যাক করা।