মফিজ : ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, জলদি চলেন। আমার বউকে বাঁচান। ওকে সাপে কামড়েছে।
চিকিৎসক : সে কি! কোথায় কামড়েছে? হাতে না পায়ে? ক্ষতস্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধেছো?
মফিজ : জ্বি ডাক্তার সাহেব, মাথায় কামড়েছে। আমি বুদ্ধি করে ওর গলায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখেছি। বাঁধার সময় বউ যদিও খুব ছটফট করছিল, কিন্তু আমি পাত্তা দেই নাই।