ত্বকের ক্লান্তি দূর করে বরফ

রূপচর্চা/বিউটি-টিপস March 31, 2017 702
ত্বকের ক্লান্তি দূর করে বরফ

দিনশেষে বাড়ি ফিরে এক টুকরা বরফ ঘষে নিন ত্বকে। দূর হবে সারাদিনের ক্লান্তি। ত্বকে মেকআপ বসতে না চাইলে বরফ ব্যবহার করতে পারেন। এছাড়া ত্বক উজ্জ্বল ও টানটান করতেও জুড়ি নেই বরফের। সব ধরনের ত্বকেই বরফ ব্যবহার করা যায়।


• জেনে নিন রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন বরফ...


- মেকআপ ব্যবহারের আগে বরফের টুকরা ত্বকে ঘষে নিন। পানি শুকিয়ে গেলে ফাউন্ডেশন ব্যবহার করুন। দীর্ঘসময় ত্বকে থাকবে মেকআপ।


- একটি পাতলা কাপড়ে মুড়িয়ে বরফের টুকরা ঘষে নিন ত্বকে। ত্বক টানটান থাকবে।


- চোখের নিচে ফোলা ভাব থাকলে বরফ ঘষে নিন।


- ব্রণে জ্বলুনি হলে এক টুকরা বরফ কাপড়ে মুড়িয়ে চেপে নিন ব্রণের উপর। দূর হবে জ্বালাপোড়া।


- ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে বরফ ঘষুন নিয়মিত।


- অ্যালার্জিজনিত কারণে ত্বক লালচে হয়ে গেলেও সুরক্ষা দিতে পারে বরফ।


- উজ্জ্বল ত্বকের জন্য বরফের ছাঁচে কমলার রস রাখুন। জমাট বাধলে ত্বকে ঘষে নিন।