দিনশেষে বাড়ি ফিরে এক টুকরা বরফ ঘষে নিন ত্বকে। দূর হবে সারাদিনের ক্লান্তি। ত্বকে মেকআপ বসতে না চাইলে বরফ ব্যবহার করতে পারেন। এছাড়া ত্বক উজ্জ্বল ও টানটান করতেও জুড়ি নেই বরফের। সব ধরনের ত্বকেই বরফ ব্যবহার করা যায়।
• জেনে নিন রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন বরফ...
- মেকআপ ব্যবহারের আগে বরফের টুকরা ত্বকে ঘষে নিন। পানি শুকিয়ে গেলে ফাউন্ডেশন ব্যবহার করুন। দীর্ঘসময় ত্বকে থাকবে মেকআপ।
- একটি পাতলা কাপড়ে মুড়িয়ে বরফের টুকরা ঘষে নিন ত্বকে। ত্বক টানটান থাকবে।
- চোখের নিচে ফোলা ভাব থাকলে বরফ ঘষে নিন।
- ব্রণে জ্বলুনি হলে এক টুকরা বরফ কাপড়ে মুড়িয়ে চেপে নিন ব্রণের উপর। দূর হবে জ্বালাপোড়া।
- ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে বরফ ঘষুন নিয়মিত।
- অ্যালার্জিজনিত কারণে ত্বক লালচে হয়ে গেলেও সুরক্ষা দিতে পারে বরফ।
- উজ্জ্বল ত্বকের জন্য বরফের ছাঁচে কমলার রস রাখুন। জমাট বাধলে ত্বকে ঘষে নিন।