যেভাবে খুশকি বিদায় হবে চিরতরে!

রূপচর্চা/বিউটি-টিপস March 29, 2017 928
যেভাবে খুশকি বিদায় হবে চিরতরে!

চৈত্রের এসময়ে আমাদের চুল অনেক রুক্ষ হয়ে পড়ে। দেখা দেয় খুশকির সমস্যা, ঝরে যায় চুল। রুক্ষ চুলের সমাধান করতে প্রতিদিন তো আর বিউটি পার্লারে যাওয়া যায় না। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। এখন উপায়?


আরে এ নিয়ে চিন্তার কিছু নেই, কিছু পদ্ধতি মানলে আপনি চাইলে ঘরে বসেই চুলের খুশকি তাড়াতে পারবেন!


আসুন তাহলে জেনে নিই ঘরে বসে নিরাপদ উপায়ে খুশকি দূর করার নিয়ম;


পদ্ধতি (১): প্রথমে চুল ভালো করে ভিজিয়ে নিন। এরপর ১ টেবিল চামুচ খাবার সোডা নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসেজ করুন। এর এক মিনিট পর ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন। তবে খেয়াল রাখবেন এভাবে চুল ধোয়ার সময় বা পরে কখনও শ্যাম্পু ব্যবহার করবেন না।


পদ্ধতি (২): বড় দুই চামুচ পাঁতি লেবুর রস ভালো করে চুলের গোড়ার স্তরে লাগিয়ে নিন। এর কিছুক্ষণ পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া বড় এক কাপ পানি নিয়ে তার মধ্যে বড় এক টেবিল চামুচ পাঁতি লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই পানি দিয়েই পুরো চুল ধুয়ে ফেলুন।


এই পদ্ধতি ব্যবহারের প্রথম দিকে আপনার চুল হয়ে উঠতে পারে শুষ্ক। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এতে আপনার চুলের গোড়ায় প্রাকৃতিকভাবে তেল উৎপন্ন হবে।


প্রতিদিন গোসলে সময় এই পদ্ধতিটি অনুসরণ করলে আপনার ফাটা চুলের গোড়া মজবুত হবে এবং খুশকি দূর হবে চিরতরে।