প্রশ্ন : কোনো বিবাহে স্বামী যদি দেনমোহর বাবদ অর্থ না দিয়ে স্বর্ণালংকার দেয় এবং স্ত্রী যদি তা মেনে নেয়, তবে কি তা শরিয়তসম্মত হবে?
উত্তর : যদি স্ত্রী এটি মেনে নেয় এবং উভয়ের সম্মতিক্রমে সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে সেটি দেনমোহর হিসেবে বিবেচিত হবে। স্বর্ণালংকার না হয়ে যদি সেটা অন্য কিছুও হয়, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। যেমন : সে একটি জমি রেজিস্ট্রি করে দিল, একটি ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিল ইত্যাদি ইত্যাদি। স্ত্রী যদি এটি মেনে নেয় তাহলে তা জায়েজ, কোনো অসুবিধা নেই। দেনমোহর হিসেবে আদায় হয়ে যাবে।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন