সাধারন জ্ঞানের আসর - ৯৬তম পর্ব

সাধারণ জ্ঞান March 28, 2017 2,233
সাধারন জ্ঞানের আসর - ৯৬তম পর্ব

➊ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে নিজেদের শততম টেস্ট খেলে?

উত্তরঃ শ্রীলংকা

-

➋ ঢাকা শহরের বাতাসে বিপদজনক ধাতব দূষণ কোনটি?

উত্তরঃ সীসা

-

➌ বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?

উত্তরঃ জীবনতরী

-

➍ 'ঝুমা প্রেস' কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তরঃ যুক্তরাষ্ট্র

-

➎ গারো জাতিসত্তা মূলত__

উত্তরঃ মাতৃতান্ত্রিক

-

➏ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?

উত্তরঃ স্বাধীনতা পদক

-

➐ দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?

উত্তরঃ অর্থ সচিবের

-

➑ বাংলাদেশের কৃষিতে 'দোয়েল' কী?

উত্তরঃ উন্নত জাতের গম

-

➒ লালন শাহ ছিলেন একজন___

উত্তরঃ মরমি কবি

-

➓ কারা রাজশাহী বড়কুঠি নির্মাণ করে?

উত্তরঃ ডাচ


সূত্রঃ ইন্টারনেট