মস্ত বিপদে পড়েছি

শিক্ষক-ছাত্র কৌতুক March 28, 2017 2,148
মস্ত বিপদে পড়েছি

আলমাস শিক্ষকের কাছে অঙ্ক শিখতে গেছে-


আলমাস : স্যার, আমি পঞ্চান্ন কীভাবে লিখব?


শিক্ষক : দুইটা পাঁচ পাশাপাশি লিখলেই পঞ্চান্ন হয়।


কিছুক্ষণ পর শিক্ষক দেখলেন, আলমাস একটা পাঁচ লিখে বসে আছে।


শিক্ষক : কী হলো, আলমাস?


আলমাস : মস্ত বিপদে পড়েছি। আরেকটা পাঁচ কোন পাশে বসাবো বুঝতে পারছি না।