সাংবাদিকের ৬ মাস!

ডাক্তার ও রোগী March 26, 2017 2,117
সাংবাদিকের ৬ মাস!

বিশাল ধনসম্পদের মালিক, সুন্দরী, রুচিশীল নারী জিনিয়া। বিয়ে করেননি। কিন্তু মাত্র ২৫ বছর বয়সে মারাত্মক ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলে দিয়েছেন, আয়ু আর ৬ মাস


জিনিয়া: ডাক্তারসাহেব, আমার এত ধনসম্পদ, যোগ্যতা থাকা সত্ত্বেও এত অল্পবয়সে… জীবনটাকে উপভোগ করতে চাই আমি। কোনো কায়দা বের করুন, প্লিজ!


ডাক্তার: কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, কোনো পথই আর নেই। ছয় মাসই সময়! তবে…


চরম উৎসাহিত হয়ে জিনিয়া: স্যার বলেন, বলেন! তবে কী? আছে কোনো কায়দা?


ডাক্তার: জ্বী, আপনি কোনো সাংবাদিককে বিয়ে করেন।


তরুণী: মানে! তাতে কি আমি সেরে উঠবো?


ডাক্তার: না! তবে যে ছয়মাস বেঁচে থাকবেন, সেটাই ৬০ বছর মনে হবে।