সাধারন জ্ঞানের আসর - ৯৫তম পর্ব

সাধারণ জ্ঞান March 23, 2017 2,419
সাধারন জ্ঞানের আসর - ৯৫তম পর্ব

১. প্রশ্ন : বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয়?

উত্তর : ১৮০১ সালে।


২. প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি?

উত্তর : হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।


৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে ক’টি অঞ্চলে বিভক্ত?

উত্তর : ২টি।


৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের অঞ্চল কী নামে?

উত্তর : পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দফতর।


৫. প্রশ্ন : পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায়?

উত্তর : চট্টগ্রাম।


৬. প্রশ্ন : পশ্চিমাঞ্চলীয় সদর দফতর কোথায়?

উত্তর : রাজশাহী।


৭. প্রশ্ন : রেলওয়ের সার্বিক সদর দফতর কোথায়?

উত্তর : ঢাকা।


৮. প্রশ্ন : দেশে মোট রেলপথের দৈর্ঘ্য কত?

উত্তর : ২৮৮০.০৭ কিলোমিটার।


৯. প্রশ্ন : রেলপথের ব্রডগেজ কত?

উত্তর : ৬৬০.২২ কিলোমিটার।


১০. প্রশ্ন : রেলপথের ডুয়েলগেজ কত?

উত্তর : ৩৬৫.০০ কিলোমিটার।


১১. প্রশ্ন : রেলপথের মিটারগেজ কত?

উত্তর : ১৮৫৪.৮৫ কিলোমিটার।


১২. প্রশ্ন : বাংলাদেশের রেলস্টেশনের সংখ্যা কত?

উত্তর : ৪৮৯টি।


১৩. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে ব্রডগেজ কতটি?

উত্তর : ১৫২টি।


১৪. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে মিটারগেজ কতটি?

উত্তর : ৩৩৭টি।


১৫. প্রশ্ন : দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কী?

উত্তর : ঢাকার কমলাপুর স্টেশন।


১৬. প্রশ্ন : দেশে রেল পুলিশ থানা কতটি?

উত্তর : ২১টি।


১৭. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কোন ধরনের সেতু?

উত্তর : রেলসেতু।


১৮. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কবে নির্মাণ করা হয়?

উত্তর : ১৯১৫ সালে।


১৯. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজের প্রকৌশলী কে ছিলেন?

উত্তর : স্যার রবার্ট উইলিয়াম সেলস।


২০. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে?

উত্তর : ২১ জানুয়ারি ২০০১।