সাধারন জ্ঞানের আসর - ৯৩তম পর্ব

সাধারণ জ্ঞান March 17, 2017 2,245
সাধারন জ্ঞানের আসর - ৯৩তম পর্ব

★ বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ

- যুক্তরাষ্ট্র!

.

★ জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?

- ইন্দোনেশিয়া!

.

★ কোথায় সেনাবাহিনী নেই?

- মালদ্বীপ!

.

★বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

- WTO.


★ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়

- ১লা সেপ্টেম্বর ১৯৩৯ সালে!

.

★ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গঠিত হয়

- জাতিসংঘ!


★ যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয়

- ১৮৬১ সালে!


★মধ্যপ্রাচ্য প্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল

- ১৯৭৩ সালে!


★সাইপ্রাস যে দুই দেশের মধ্যে বিবাদের কারণ

- গ্রিস ও তুরস্ক!


তথ্যসূত্রঃ ইন্টারনেট