ত্বকের যত্নে টমেটো ও দইয়ের ফেসপ্যাক

রূপচর্চা/বিউটি-টিপস March 14, 2017 977
ত্বকের যত্নে টমেটো ও দইয়ের ফেসপ্যাক

ত্বক বিবর্ণ হয়ে পড়লে টমেটো, দই, লেবু ও সি সল্টের তৈরি ফেসপ্যাক ফিরিয়ে আনবে ত্বকের জৌলুস। টমেটোতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক উজ্জ্বল করে।


দই ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে নরম ও কোমল করে ত্বক। সি সল্টে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। জেনে নিন দই ও টমেটোর ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-


▶যা যা লাগবে


কয়েক টুকরা টমেটো

১ চা চামচ লেবুর রস

২ চা চামচ দই

১ চা চামচ সি সল্ট


টমেটো ছোট টুকরা করে দইয়ের সঙ্গে মেশান। মিশ্রণে লেবুর রস ও সি সিল্ট মেশান। এবার কাঁটাচামচের সাহায্যে মিশ্রণটি নেড়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাক ত্বকে লাগিয়ে চক্রাকারে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


তথ্য: বোল্ডস্কাই