➊ এশিয়ার নেলসন ম্যান্ডেলা নামে কে পরিচিত?
-দালাইলামা
➋ সূর্যোদয়, ভূমিকম্পের দেশ বলা হয়__
-জাপানকে
➌ হিমালয়ের কন্যা বল হয় কোন দেশকে?
-নেপালকে
➍ জার্মানির প্রাচীন রাজাদের কি বলা হত?
-কাইজার
➎ যুক্তরাষ্ট্রের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে?
-বারাক ওবামা
➏ বিশ্ব আবহাওয়া দিবস কবে?
-২৩ মার্চ
➐ মানুষের দর্শন ক্ষমতা প্রায় শূন্য কোন আলোতে?
-লাল আলোতে
➑ পারদের অপর নাম?
-মারকারি
➒ মানুষ সর্বপ্রথম যে ধাতুর ব্যবহার শেখে?
-তামা
➓ সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু কোনটি?
-লোহা
সূত্রঃ ইন্টারনেট