তোমার ব্যাংক ব্যালেন্স কত

প্রেমিক-প্রেমিকা কৌতুক March 14, 2017 2,296
তোমার ব্যাংক ব্যালেন্স কত

পল্টু আর পল্টুর প্রেমিকার মধ্যে কথা হচ্ছে-


পল্টু : তোমার আব্বা-আম্মাকে আমাদের সম্পর্কের কথা বলছো তো?


প্রেমিকা : বলছি।


পল্টু : মেনে নেবেন বলে মনে হয়? আর আমার সম্পর্কে কী জিজ্ঞেস করল?


প্রেমিকা : তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে জিজ্ঞাসা করল।


পল্টু : তা তুমি কী বললে?


প্রেমিকা : যা সত্যি তা-ই বললাম, দুই লাখ টাকা।


পল্টু : শুনে তোমার আব্বা কী বলল?


প্রেমিকা : তিনি টাকাটা দুই-তিন মাসের জন্যে ধার চাইছেন।