চুল উজ্জ্বল ও ঝলমলে করতে দুই উপায়ে ঝটপট ভিনেগার ব্যবহার করতে পারেন। সাধারণ সাদা ভিনেগার অথবা আপেল সিডার ভিনেগারের যেকোনও একটি দিয়ে তৈরি করে ফেলুন প্রাকৃতিক কন্ডিশনার।
• জেনে নিন কীভাবে চুলে ভিনেগার ব্যবহার করবেন. . .
→ সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক কন্ডিশনার। চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। গরম পানি ব্যবহার করবেন না চুল ধোয়ার সময়। চুল থেকে শ্যাম্পু পুরোপুরি চলে গেলে ভিনেগার ও পানির দ্রবণ দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ধুয়ে নিন। ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল মুছে প্রাকৃতিক বাতাসে শুকান। দেখুন কেমন ঝলমল করছে চুল! তবে সপ্তাহে দুইবারের বেশি এই কন্ডিশনার ব্যবহার করবেন না। কারণ অতিরিক্ত ভিনেগার চুল শুষ্ক করে ফেলে।
→ চুল শুষ্ক হলে ভিনেগারের কন্ডিশনারের সঙ্গে মধু মিশিয়ে নিন। একটি ঢাকনাওয়ালা পাত্রে ভিনেগার-পানির দ্রবণে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ঝাঁকিয়ে নিন। কয়েক ফোঁটা নারিকেল তেল মেশান। এবার চুল ধুয়ে ফেলুন দ্রবণ দিয়ে। কিছুক্ষণ অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন চুল।