প্রশ্ন : সূর্যাস্তের কিছুক্ষণ আগে কি যেকোনো সেজদাহ না দেওয়াই উত্তম?
উত্তর : হ্যাঁ। সূর্য যখন অস্ত যায়, তখন সেজদাহ দেওয়া এবং সালাত আদায় করা দুইটাই হারাম, নিষিদ্ধ কাজ। সূর্য ডুবুডুবু ভাব, রক্তিম হয়ে গেছে, এখনই ডুবে যাচ্ছে, এ অবস্থায় শুধু শয়তান, পূজারিরাই সেজদাহ করে থাকে।
রাসূল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, এ অবস্থায় কোনো সেজদাহ দেওয়া জায়েজ নেই, এ অবস্থায় কোনো সালাত আদায় করা জায়েজ নেই।
কিন্তু ওই ব্যক্তির জন্য সালাত আদায় করা জায়েজ, কোনো কারণে যে ওই দিনের আসরের সালাত আদায় করতে পারেনি, কোনোভাবে আটকা পড়ে গেছে। কারণ, তার আসরের সালাত তো শেষ হয়ে যাচ্ছে। এ জন্য এ অবস্থায় যদি সে আসরের সালাত আদায় করে, তার জন্য বৈধ হবে। কারণ, এখানে তার ওজরের কারণ রয়েছে। কিন্তু এটা স্বাভাবিক বিধান নয়। কারণ এ অবস্থায় স্বাভাবিক বিধান হচ্ছে, সালাত আদায় করা জায়েজ নেই। শুধু কোনো কারণে যদি সে বিপদগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওই দিনের আসরের সালাতটি আদায় করতে পারবে।