সাধারণ জ্ঞান : বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশের প্রথম নারী

সাধারণ জ্ঞান March 10, 2017 1,331
সাধারণ জ্ঞান : বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশের প্রথম নারী

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রথম নারীদের সম্পর্কে জেনে নিন একনজরে. . .


১। বাংলাদেশের প্রথম নারী স্পীকার?

উঃ ড. শিরীন শারমিন চৌধুরী


২। বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য?

উঃ ফারজানা ইসলাম


৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য?

উঃ ড. জিন্নাতুন্নেছা তাহমিদা


৪। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত?

উঃ মাহমুদা হক চৌধূরী


৫। বাংলাদেশের প্রথম মহিলা সচিব?

উঃ জাকিয়া আখতার


৬। বাংলাদেশের প্রথম নারী এভারেষ্ট বিজয়ী?

উঃ নিশাত মজুমদার


৭। বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদ?

উঃ তাহমিনা হক ডলি


৮। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক?

উঃ নাজনিন সুলতানা


৯। বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক?

উঃ রাজিয়া বেগম


১০। বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?

উঃ নাজমুন আরা সুলতানা


১১। বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক?

উঃ মিসেস কামরুন্নাহার লাইলী


১২। বাংলাদেশের প্রথম নারী পাইলট?

উঃ কানিজ ফাতেমা রোকশানা


১৩। বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রথম নারী প্যারেড কমান্ডার?

উঃ এলিজা শারমিন


১৪। বাংলাদেশের প্রথম নারী এসপি?

উঃ বেগম রওশন আরা


১৫। বাংলাদেশের প্রথম নারী বিগ্রেডিয়ার?

উঃ সুরাইয়া রহমান


১৬। বাংলাদেশের প্রথম নারী ওসি?

উঃ হোসনে আরা বেগম


১৭। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম নারী চেয়ারম্যান?

উঃ ড. জিন্নাতুন্নেছা তাহমিদা


১৮। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি?

উঃ ইসমাত জাহান


১৯। বিটিভি’র প্রথম নারী মহাপরিচালক?

উঃ ফেরদৌস আরা বেগম


২০। বাংলাদেশের প্রথম নারী পারাট্রুপার?

উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস


২১। বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন চালক?

উঃ সালমা খাতুন