ঠোঁটকে নরম কোমল গোলাপী করে তুলবে একটি মাত্র স্ক্রাব

রূপচর্চা/বিউটি-টিপস March 9, 2017 2,040
ঠোঁটকে নরম কোমল গোলাপী করে তুলবে একটি মাত্র স্ক্রাব

নরম কোমল গোলাপী ঠোঁটে সব নারীদের কাম্য। কালো রুক্ষ ঠোঁট মুখের সৌন্দর্য অনেকখানি কমিয়ে দেয়। বিভিন্ন কারণে নারীদের ঠোঁট কালো হয়ে যায়। ঠোঁট কালো হওয়ার একটি বড় কারণ ধূমপান হলেও আরও কিছু কারণে ঠোঁট কালো হতে পারে। সূর্যের আলো, রুক্ষতা, বংশগত ইত্যাদি কারণে ঠোঁট কালো হয়ে যায়। আবার যত্নের অভাবে ঠোঁটের উপরের চামড়া মরে ফেটে কালচে ভাব চলে আসে। এই কালো রুক্ষ ঠোঁট গোলাপী করে তুলতে পারেন ঘরোয়া একটি স্ক্রাব ব্যবহার করে। এই স্ক্রাবটি ঠোঁটের মৃত চামড়া দূর করে ঠোঁট গোলাপী করে তুলবে। জেনে নিন লিপ স্ক্রাব তৈরির রেসিপিটি।


যা যা লাগবে

১ টেবিল চামচ অর্গানিক চিনি

১/২ চা চামচ বিশুদ্ধ নারকেল তেল

১/৪ চা চামচ বাদাম তেল

১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স

১/৮ চা চামচ বিশুদ্ধ মধু


যেভাবে ব্যবহার করবেন

১। আঙ্গুল দিয়ে স্ক্রাব নিয়ে ঠোঁটে ম্যাসাজ করে লাগান।


২। হালকা হাতে ঠোঁট ম্যাসাজ করতে থাকুন।


৩। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


৪। এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।


নিয়মিত ব্যবহারে এটি ঠোঁটের মৃত চামড়া দূর করে ঠোঁটকে কোমল, নরম এবং গোলাপী করে তোলে।