২০ হাজার টাকায় আসুসের ল্যাপটপ

কম্পিউটার রিভিউ March 3, 2017 2,118
২০ হাজার টাকায় আসুসের ল্যাপটপ

মাত্র ২০ হাজার ৪৯৯ টাকায় দেশের বাজারে একটি ল্যাপটপ বিক্রি করছে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। আকর্ষণীয় এই ল্যাপটপটির ভিভোবুক সিরিজের। মডেল এক্স৪৪১এসএ।


ল্যাপটপটিতে আছে ১৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল।


এতে আছে ইনটেলের ডুয়েল কোর সেলেরন প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ২.৪৮ গিগাহার্জ। ল্যাপটপটিতে ইনটেলের এইচডি গ্রাফিক্স কার্ড রয়েছে।


সাশ্রয়ী দামের এই ল্যাপটপটিতে আছে ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক। এর ডাটা রিডিংয়ের গতি ৫৪০০ আরপিএম।


দুইটি র‌্যাম ভার্সনে ল্যাপটপটি পাওয়া যাবে। একটিতে আছে ২ জিবি ডিডিআর৩ র‌্যাম। অন্যটিতে আছে ৪ জিবি ডিডিআর৩ র‌্যাম।


ডিভিডি রাইটার সমৃদ্ধ এই ল্যাপটপটিতে কানেকটিভিটি হিসেবে আছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি ২, ইউএসবি ৩ ।


রুপালি এবং কালো রঙের এই ল্যাপটপটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।