এইচপির নতুন কনভার্টিবল ল্যাপটপ

কম্পিউটার রিভিউ February 27, 2017 2,975
এইচপির নতুন কনভার্টিবল ল্যাপটপ

নতুন একটি কনভার্টিবল ল্যাপটপ বাজারে ছেড়েছে এইচপি। ল্যাপটপটির মডেল এইচপি প্রো এক্স২। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।


এই ল্যাপটপটি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করা হবে।


এইচপির নতুন ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এতে ডিটাচেবল ল্যাপটপ এবং স্টাইলাস পেন রয়েছে। অথাৎ এটি ট্যাবের মত করে ব্যবহার করা যাবে।


১২ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটির ফুল এইচডি ডিসপ্লের। এতে সর্বাধুনিক কাবি লেক লেক সিপিইউ রয়েছে। এতে আছে ৮ জিবি এলপিডিডিআর৩ র‌্যাম। ল্যাপটপটিতে এইচডি গ্রাফিক্স ৬১৫ রয়েছে। এতে ফোরজি এলটিই, মাইক্রোএসডি কার্ড স্লট এবং স্মার্ট কার্ড রিডার আছে।


ল্যাপটপটিতে ৮ মেগাপিক্সেলের ওয়েবক্যামেরা আছে। ডিভাইসটির মূল্য ৯৭৯ ডলার।