পল্টুর গণিত জ্ঞান

শিক্ষক-ছাত্র কৌতুক February 27, 2017 2,562
পল্টুর গণিত জ্ঞান

ক্লাসের সবচেয়ে অমনোযোগী ছাত্রকে শিক্ষক বলল...


শিক্ষক : দুই থেকে দুই থেকে গেলে কত থাকে, বল তো পল্টু?


পল্টু : স্যার, বুঝতে পারলাম না!


শিক্ষক : মানে, ধরো তুমি নাস্তা খেতে বসেছ। তোমার প্লেটে দুটি রুটি আছে। দুটোই খেয়ে ফেললে তুমি। তাহলে আর কয়টা থাকে?


পল্টু : লাফিয়ে উঠে রুটি খেয়ে ফেললে কী হবে, স্যার! সবজি-ভাজি এসব তো থাকবে, ডিম পোচ থাকবে, হালুয়া থাকবে... আর পানির গ্লাস তো স্যার !


শিক্ষক : নিজের মাথা চেপে ধরে ওরে হার্মাদ... থাম থাম! আর কিছু যোগ করিস না। আমার পেট ভরে গেছে।