১৯ হাজার ৯৯৯ টাকায় ল্যাপটপ

কম্পিউটার রিভিউ February 26, 2017 1,326
১৯ হাজার ৯৯৯ টাকায় ল্যাপটপ

দেশের বাজারে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকায় ল্যাপটপ বিক্রি করছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। এটি লেনোভোর আইডিয়া প্যাড। মডেল লেনোভো আইডিয়া প্যাড ১১০-এন৩০৬০।


৪ জিবি র‌্যামের এই ল্যাপটপটিতে ডুয়েল কোর প্রসেসর রয়েছে। এর হার্ড ডিস্ক ১ টেরাবাইট। এতে আছে ইনটেল সেলেরণ প্রসেসর রয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ১.৬০ থেকে ২.৪৮ পর্যন্ত।


ল্যাপটপটিতে ৪ জিবি ডিডিআর৩এল মেমোরি রয়েছে। এতে ইনটেল এইচডি গ্রাফিক্স ৪০০ কার্ড রয়েছে। লেনোভোর এই ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল।


ল্যাপটপটিতে আছে ডিভিডি প্লাস রিরাইটেবল ড্রাইভ, ওয়েবক্যাম, ওয়াইফাই, ইউএসবি ৩.০ এবং কার্ড রিডার।ল্যাপটপটির ওজন ২ কেজি। ৩ সেলের ব্যাটারির ল্যাপটপটি ৪ ঘণ্টা ব্যাকআপ দেবে। ল্যাপটপটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।