মাগরিবের নামাজের মতো বেতের পড়া যাবে কি?

ইসলামিক শিক্ষা February 25, 2017 1,643
মাগরিবের নামাজের মতো বেতের পড়া যাবে কি?

প্রশ্ন : আমরা যে বেতেরের নামাজ পড়ি, সেটা যদি আমি তিন রাকাত পড়ি তাহলে মাগরিবের মতো পড়া যাবে কি না?


উত্তর : না। সহিহ হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। ‘তোমরা বেতেরকে মাগরিবের মতো করো না’; মানে মাঝখানে বসো না। যদি মাঝখানে না বসে একবারে তিন রাকাত পড়েন, তাহলে এটিই হবে তিন রাকাত পড়ার নিয়ম। এভাবে আরো সহজ হয়ে গেল।


আমরা মাগরিবে দুই রাকাতের পর বৈঠক করি, আত্তাহিয়াতু পড়ি। বেতের তিন রাকাত পড়তে গেলে দুই রাকাত পর আমরা বসব না, দাঁড়িয়ে যাব। অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা যখন তিন রাকাত পড়ব, সেটাই বেতের হয়ে যাবে।


বেতের শব্দের অর্থ হচ্ছে বিজোড়। তবে মাগরিবের মতো করে সালাতুল বেতেরকে পড়তে আল্লাহর রাসুল নিষেধ করেছেন।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন