প্রার্থনা - সুফিয়া কামাল

ছোটদের ছড়া-কবিতা February 23, 2017 12,443
প্রার্থনা - সুফিয়া কামাল

তুলি দুই হাত করি মোনাজাত

হে রহিম রহমান

কত সুন্দর করিয়া ধরণী

মোদের করেছ দান,


গাছে ফুল ফল

নদী ভরা জল

পাখির কন্ঠে গান

সকলি তোমার দান৷


মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন

সব মানুষেরা সবাই আপন

কত মমতায় মধুর করিয়া

ভরিয়া দিয়াছ প্রাণ৷


তাই যেন মোরা তোমারে না ভলি

সরল সহজ সত্‍ পথে চলি

কত ভাল তমি, কত ভালোবাস

গেয়ে যাই এই গান৷