শুষ্ক, রুক্ষ চুল কোনো নারীর কাম্য নয়। আবহাওয়া, ধুলোবালি, ময়লা চুলকে রুক্ষ, শুষ্ক প্রাণহীন করে তোলে। বাজারের রাসায়নিক হেয়ার প্রোডাক্ট চুলের এই রুক্ষতা সাময়িকভাবে দূর করলেও দীর্ঘ সময়ের জন্য এটি ক্ষতিকর। প্রাকৃতিক সহজলভ্য উপাদান দিয়ে চুলের এই রুক্ষতা দূর করা সম্ভব। আর সেই উপাদানটি হলো পাকা পেঁপে। পাকা পেঁপে, নারকেলের দুধ এবং মধুর মিশ্রণ চুলের রুক্ষতা দূর করে চুলকে করে তোলে সিল্কি এবং ঝলমলে। আসুন তাহলে, জাদুকরী সেই প্যাকটির কথা জেনে নেওয়া যাক।
যা যা লাগবে
১.২ কাপ পাকা পেঁপে
১/৪ কাপ নারকেলের দুধ
১ চা চামচ বিশুদ্ধ মধু
যেভাবে তৈরি করবেন
১। ব্লেন্ডারে আধা কাপ পাকা পেঁপে , নারকেলের দুধ দিন। এরসাথে মধু মিশিয়ে নিন।
২। সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করুন। ঘন পেস্ট তৈরি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
৩। লক্ষ্য রাখবেন প্যাকটি যেন খুব বেশি পাতলা না হয়।
যেভাবে ব্যবহার করবেন
১। চুল ভালো করে শ্যাম্পু করে নিন।
২। এই প্যাকটি ভেজা চুলে ব্যবহারে করুন। শাওয়ার কাপ দিয়ে মাথা ঢেকে রাখুন ৩০ মিনিট।
৩। ৩০ মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৪। এই প্যাকটি সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করুন। এই প্যাকটি কন্ডিশনারের মতো কাজ করে তাই এটি ব্যবহারের পূর্বে চুল শ্যাম্পু করে নিতে হবে। যদি পেঁপের গন্ধ আপনাকে বিরক্ত করে তবে পরের দিন হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করে নিতে পারেন।
টিপস
১। এই হেয়ার প্যাক তৈরিতে আধা পাকা পেঁপে ব্যবহার করবেন না। খুব বেশি পাকা পেঁপে ব্যবহার করুন।
২। নারকেলের দুধের পরিবর্তে টকদই ব্যবহার করতে পারেন।
৩। অতিরিক্ত রুক্ষ চুলের জন্য অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।