সাধারন জ্ঞানের আসর - ৭৭তম পর্ব

সাধারণ জ্ঞান February 22, 2017 1,514
সাধারন জ্ঞানের আসর - ৭৭তম পর্ব

➊ ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে?

-রফিকউদ্দিন আহমদ


➋ ভাষা শহীদ আবুল বরকত কে কবে একুশে পদক (মরণোত্তর) দেয়া হয়?

-২০০০ সালে


➌ শহীদ আবদুস সালাম পেশায় কি ছিলেন?

-সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন


➍ ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ কে?

-আবদুল জব্বার


➎ ভাষা শহীদ শফিউর রহমান পেশায় কি ছিলেন?

-ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি


➏ ভাষা শহীদ আবদুল আউয়াল কিভাবে শহীদ হন?

-২১ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে পৌছলে পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়


➐ বালক অহিউল্লাহ কত বছর বয়সে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহীদ হন?

-মাত্র ৮ বছর বয়সে


➑ ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা?

-সাপ্তাহিক সৈনিক


➒ ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?

-বাংলা একাডেমি


➓ দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?

-টোকিও, জাপান


সূত্রঃ ইন্টারনেট