অজুরত অবস্থায় কথা বলা যাবে কি?

ইসলামিক শিক্ষা February 21, 2017 1,407
অজুরত অবস্থায় কথা বলা যাবে কি?

প্রশ্ন : আমরা যখন অজু করি, অনেক সময় দেখা যায়, অজু করার সময় অন্যান্য কথা বলায় অংশগ্রহণ করি। কেউ কোনো কথা জিজ্ঞেস করলে, সেটার উত্তর দিই। এটা জায়েজ আছে কি?


উত্তর : হ্যাঁ, অজু করা অবস্থায় যদি কেউ প্রশ্ন করে অথবা কথা বলে, সেটা বলাও জায়েজ, আবার প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়াও জায়েজ রয়েছে। এতে অজুর কোনো ক্ষতি হয় না। অজু করা অবস্থায় কথা বলা জায়েজ।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন