শ্যাম্পু বা কন্ডিশনার চুলের রুক্ষতা পুরোপুরি দূর করতে পারে না; বরং কেমিক্যালের কারণে চুল আরো বেশি শুষ্ক হয়ে যায়। এ ক্ষেত্রে ঘরোয়া উপাদানই সবচেয়ে ভালো উপায়। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে দুটি উপাদানের পরামর্শ দেওয়া হয়েছে, যা রুক্ষতা দূর করে চুল নরম ও মসৃণ করতে সাহায্য করবে। একনজরে দেখে নিতে পারেন।
যা যা লাগবে
একটি কলা, দুই থেকে তিন চা চামচ মধু ও পাঁচ থেকে আট চা চামচ চালের গুঁড়া।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি বাটিতে কলা চটকে নিন। এবার এর মধ্যে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চালের গুঁড়া দিয়ে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এখন একটি ব্লেন্ডারে মিশ্রণটি নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এই প্যাক মাথায় ও চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাকের উপকারিতা
প্যাকটি মাথার ত্বক ও চুল দুটির জন্যই উপকারী। কলা চুলের আর্দ্রতা ধরে রেখে চুল নরম করে। এ ছাড়া এটি চুলের খুশকিও দূর করে। আর এর পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন এ চুলের রুক্ষতা দূর করে। চালের গুঁড়ার অ্যান্টিঅক্সিডেন্টস মাথার ত্বকে স্ক্রাবিংয়ের কাজ করে। প্যাকটি মাথার ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে। চুল নরম ও মসৃণ করতে সপ্তাহে অন্তত দুদিন প্যাকটি মাথায় ব্যবহার করুন।