দেখতে দেখতে চলে গেল শীত। আগমন হল ঋুতরাজ বসন্তের। গাছে গাছে নতুন পাতা, প্রকৃতির এই পালা বদলের সঙ্গে মানুষের মন ও শরীরেও পরির্বতন দেখা দেয়। বসন্ত বাতাসে শুধু ফুলের গন্ধই আসে না, আসে কিছু সমস্যাও। কেননা দিনের বেড়েছে রোদের তাপ বেড়েছে।
ফলে চুল রুক্ষ হয়ে ওঠার পাশাপাশি দেখা দিতে পারে অন্যান্য সমস্যাও। যেমন স্বাভাবিক উজ্জ্বলতা হারানো, চুল ঝরে যাওয়া, আগা ফেটে যাওয়া, খুশকি। এছাড়া মাথার মাথার তালুতে চর্মরোগ দেখা দিতে পারে।
এমনিতেই ছেলেরা সৌন্দর্য চর্চায় উদাসীন তার ওপর পরিবর্তনের প্রভাব। তাই চুলের স্বাভাবিকতা ব্যাহত হয়ে দেখা দেয় সমস্যা। এজন্য এই সময়ে ছেলেদের চুলের জন্য নিতে হবে বাড়তি যত্ন। যাতে চুলের স্বাভাবিক বৃদ্ধি ও সৌন্দর্য বজায় থাকে। আসুন জেনে নেওয়া যাক, চুলের যত্নে কি কি করতে হবে।
* চুল সব সময় পরিষ্কার রাখুন, এতে খুশকির পরিমান অনেক কমে যাবে।
* শুকনো চুল দিনে দুই থেকে তিনবার চিরুনী দিয়ে আঁচড়ান। এতে মাথায় রক্ত চলাচল বাড়বে। ফলে চুল থাকবে সতেজ। ভেজা চুল কখনোই আঁচড়াবেন না।
* সপ্তাহে পাঁচ দিন ভালো কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে।
* সপ্তাহে দুই থেকে তিন দিন তেল গরম করে চুলে ৩০ মিনিট মালিশ করে হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখুন তিন মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
* খুশকি হলে পেঁয়াজের রস দিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে হবে।
* চুলের উজ্জ্বলতার জন্য রাতে চা–পাতা ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন।
* মাসে দুই বার ডিমের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুল হবে সুন্দর ও মসৃণ।
* আপনার ব্যবহার করা চিরুনি অন্যকে ব্যবহার করতে দেবেন না। চিরুনি সবসময় পরিষ্কার রাখুন।
* হেয়ার স্প্রে, জেল খুব বেশি ব্যবহার না করাই ভালো।
* ড্রায়ারের সাহায্যে চুল যতটা কম শুকানো যায় ভালো, বেশি ড্রায়ার ব্যবহার করলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।
* সপ্তাহে একদিন গরম খাঁটি নারিকেল তেলের সঙ্গে ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে চুলে ম্যাসেজ করতে পারেন।
* বাইরে বের হলে হেলমেট বা ক্যাপ ব্যবহার করুন। এতে ধুলাবালি থেকে চুল রক্ষা পাবে।
* চুলের যত্নের জন্য পানি জরুরি, তাই প্রতিদিন প্রচুর পানি পান করুন।
* চুল বেশি রুক্ষ হলে হেয়ার স্পেশালিস্টের পরার্মশ নিন।