বৃষ্টি, পাখি, গাছ, পাহাড়ও কি জিকির করে?

ইসলামিক শিক্ষা February 8, 2017 2,003
বৃষ্টি, পাখি, গাছ, পাহাড়ও কি জিকির করে?

প্রশ্ন : বৃষ্টি, পাখি, গাছ, পাহাড়, পাথরও কি জিকির করে?


উত্তর : আল্লাহ সুবানাহুতায়ালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যা কিছু আছে, ‘শাই’ বলতে মাখলুকাতে সৃষ্টির সবকিছুকে বোঝায়, যার অস্তিত্ব আছে, এই সমস্ত কিছুকে ‘শাই’ বলা হয়ে থাকে।


এমনকি ‘শাই’-এর মধ্যে নির্জীব বস্তুও অন্তর্ভুক্ত হতে পারে। যেমন : এই টেবিল, কাঠ, পাথর। এই নির্জীব বস্তু তাঁর রব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে থাকে। কিন্তু তাঁদের এই তাসবিহ তোমরা বোঝো না।


তাহলে তাসবিহর ধরন ও তাসবিহর পদ্ধতি আল্লাহ সুবানাহুতায়ালা ছাড়া আর কেউ ভালো জানেন না। এ কথা বলার সুযোগ নেই যে তাঁদের তাসবিহ এই ধরনের।


এটা ইশতেহাদ করার কারো সুযোগ নেই, গবেষণা করার কারোও সুযোগ নেই। বরং তাসবিহটা আল্লাহ সুবানাহুতায়ালাই ভালো জানেন যে, তাঁদের তাসবিহ কী।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন