নতুন গেমিং ল্যাপটপ আনলো আসুস

কম্পিউটার রিভিউ February 3, 2017 1,068
নতুন গেমিং ল্যাপটপ আনলো আসুস

নতুন একটি গেমিং ল্যাপটপ আনলো তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। এটি রিপাবলিক অব গেমারস (রোগ) সিরিজের। ল্যাপটপটির মডেল রোগ স্ট্রিক্স জিএল ৫৫৩। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে আসুস এই ল্যাপটপটি প্রদর্শন করে।


ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।


ল্যাপটপটিতে দুই ধরনের গ্রাফিক্স কার্ডে পাওয়া যাচ্ছে। একটিতে আছে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড-জিফোর্স জিটিএক্স ১০৫০। সঙ্গে আছে ২জিবি/৪জিবি জিডিডিআর৫ মেমোরি কার্ড এবং জিওফোর্স জিটিএক্স ১০৫০টিআই। সঙ্গে আছে ৪ জিবি জিডিডিআর৫ মেমোরি।


ল্যাপটপটিতে ১ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে। এতে আরও ১২৮ জিবি/২৫৬ এসএসডি কার্ড ব্যবহার করা যাবে।


নেটওয়াকিংয়ের জন্য ল্যাপটপটিতে আছে ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি, এইচডি এমআই এবং কার্ড রিডার।


ল্যাপটপটির ওজন ২.৫ কিলোগ্রাম। এতে এইচডি ওয়েবক্যাম রয়েছে। এর ব্যাটারি ৪৮ ওয়াট আওয়ারের।