অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন-কে, ভিটামিন-সি, পটাশিয়াম, ভিটামিন-বি৫, ভিটামিন-ই ও ভিটামিন-বি৬ রয়েছে। এ ছাড়া এতে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ফসফরাস, কপার ও আয়রন রয়েছে। এই উপাদান ত্বকের কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে। এ ছাড়া মেছতা দূর করতেও এটি বেশ কার্যকর।
• অ্যাভোকাডো দিয়ে তিনটি প্যাক তৈরির পদ্ধতি ও ব্যবহারের উপায় নিচে দেওয়া হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নিন...
অ্যাভোকাডো ও অ্যালোভেরার প্যাক
দুই চা চামচ চটকানো অ্যাভোকাডোর সঙ্গে এক চা চামচ অ্যালোভেরার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এর মধ্যে আধা চা চামচ ইস্ট ও কুসুম গরম পানি দিয়ে প্যাকটি পাতলা করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাক ব্যবহার করুন। এই প্যাক শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের জন্য উপকারী।
মধু, অ্যাভোকাডো ও ডিমের প্যাক
একটি অ্যাভোকাডো ভালো করে চটকে নিন। এখন এর সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে নিন। একটি ডিম ভালো করে ফেটে নিন। সব উপকরণ হালকা গরম পানি দিয়ে মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের কালচে দাগ ও মেছতা দূর করে এবং ত্বকের গভীরে পুষ্টি জোগায়। এ ছাড়া এই প্যাক অ্যান্টি-অ্যাজিং প্যাক হিসেবে কাজ করে।
অ্যাভোকাডো ও টক দইয়ের প্যাক
একটি অ্যাভোকাডোর সঙ্গে এক চা চামচ মধু ও এক চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এর মধ্যে তিন/চার ফোঁটা নারকেল তেল দিন। সামান্য গরম পানি দিয়ে প্যাকটি তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং আর্দ্রতা ধরে রাখে।