বিয়ের আগে প্রেমিক-প্রেমিকার কথোপকথন-
প্রেমিকা : ডার্লিং, চাঁদ কোথায়?
প্রেমিক : একটা আকাশে, আরেকটা আমার পাশেই বসে আছে।
বিয়ের পর স্বামী-স্ত্রীর কথোপকথন-
স্ত্রী : এই শোন না, চাঁদ কোথায়?
স্বামী : ওই, তুই কানা নাকি? আকাশে কি তোর বাপ বাত্তি জ্বালাইয়া রাখছে?