দৈনন্দিন রূপচর্চায় গোলাপজল

রূপচর্চা/বিউটি-টিপস January 29, 2017 787
দৈনন্দিন রূপচর্চায় গোলাপজল

প্রতিদিনের রূপচর্চায় গোলাপজল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি দূর করতে পারে ত্বকের ক্লান্তি।


• জেনে নিন দৈনন্দিন বিউটি রুটিনে কীভাবে ব্যবহার করতে পারেন গোলাপজল...


- গোলাপজল ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের উপর দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। চোখের ফোলা ভাব কমে যাবে।


- গোসলের সময় বাথটাবের পানিতে ১ অথবা ২ কাপ গোলাপজল মিশিয়ে নিন। স্নিগ্ধতায় কাটবে সারাদিন।


- গোলাপজলে তুলা ভিজিয়ে কয়েক ফোঁটা নারিকেল তেল দিন। এটি মেকআপ রিমুভার হিসেবে চমৎকার কাজ করবে।


- প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করতে পারেন।


- ওয়াক্স করার পর ত্বকে অস্বস্তিবোধ হলে গোলাপজল ভেজানো তুলা দিয়ে মুছে নিন।


- শুষ্ক ও বিবর্ণ ত্বকের যত্নে গোলাপজল তুলনাহীন।


- ত্বকের ক্লান্তি দূর করতে ত্বকে সামান্য ঠাণ্ডা গোলাপজল স্প্রে করে নিন। নিমিষেই ঝরঝরে লাগবে।