ত্বকের তৈলাক্ত ভাব দূর করুন সহজে

রূপচর্চা/বিউটি-টিপস January 29, 2017 713
ত্বকের তৈলাক্ত ভাব দূর করুন সহজে

একটি লেবুতেই সমাধান মিলে যাবে সহজে। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সমপরিমাণ শসার রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তুলার সাহায্যে মুখে লাগিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে যদি জ্বলে, তবে দ্রুত ধুয়ে ফেলুন। সে ক্ষেত্রে লেবু ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে।


লেবুর রস ও দুধের মিশ্রণ ত্বকের অতিরিক্ত তেল দূর করার ক্ষেত্রে বেশ কার্যকর। একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন। তারপর তার সঙ্গে ১০ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করুন, ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবু ত্বকের তেল দূর করে আর দুধ ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে। এই মিশ্রণটি চোখের চারপাশে সাবধানে লাগাতে হবে।