প্রশ্ন : কফি পান করা হালাল নাকি হারাম?
উত্তর : কফি আসলে একটা পানীয়, যেটা এক ধরনের দানা থেকে তৈরি করা হয়ে থাকে। এই দানা যদি আপনি কাঁচা খান, সেটাও জায়েজ। আর এটা যদি আপনি সেদ্ধ করে খান, গুঁড়া করে খান, সেটাও জায়েজ। এর মধ্যে কোনো ধরনের নিষিদ্ধ বিষয় নেই। কারণ, মাদকতার কোনো অংশ এই কফির মধ্যে নেই।