শিশুদের প্যাম্পার্স ময়লার বালতিতে ফেললে কি ফেরেশতা আসে না?

ইসলামিক শিক্ষা January 28, 2017 2,114
শিশুদের প্যাম্পার্স ময়লার বালতিতে ফেললে কি ফেরেশতা আসে না?

প্রশ্ন : বাচ্চাদের প্যাম্পার্স ময়লার বালতিতে ফেলে ঢেকে রাখলেও কি ঘরে রহমতের ফেরেশতা আসবে না?


উত্তর : এ মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সেটা ময়লার বালতিতে ঢেকে রাখলে ফেরেশতা না আসার কোনো কারণ নেই। দুর্গন্ধের কারণে হয়তো ফেরেশতা অপছন্দ করতে পারে। সেটাও ঠিক বলেছেন। কিন্তু এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি।


এটি ব্যবস্থাপনার বিষয়। এ ছাড়া প্যাম্পার্স যদি খোলা জায়গায় রাখা হয়, তাহলে তো ঘরের মধ্যেই দূষিত পরিবেশ তৈরি হয়।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন