সাধারন জ্ঞানের আসর - ৫৯তম পর্ব

সাধারণ জ্ঞান January 28, 2017 1,254
সাধারন জ্ঞানের আসর - ৫৯তম পর্ব

① বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী?

উত্তরঃ নাফ নদী।


② বাংলাদেশকে ও ভারতকে বিভক্তকারী নদী?

উত্তরঃ হাড়িয়াভাজ্ঞা।


③ পদ্মা নদীর অপর নাম হচ্ছে?

উত্তরঃ কীর্তিনাশা।


④ যমুনা নদীর অপর নাম হচ্ছে?

উত্তরঃ জোনাই।


⑤ ব্রক্ষ্মপুত্রের অপর নাম হচ্ছে?

উত্তরঃ লোহিত্য।


⑥ বুড়িগজ্ঞার অপর নাম হচ্ছে?

উত্তরঃ দোলাই।


⑦ বাংলাদেশের প্রধান নদী বন্দর কোথায়?

উত্তরঃ নারায়নগঞ্জ।


তথ্যসূত্রঃ ইন্টারনেট