জাহাজে দীর্ঘ সফরে থাকলে কি কসর নামাজ পড়তে হবে?

ইসলামিক শিক্ষা January 27, 2017 1,203
জাহাজে দীর্ঘ সফরে থাকলে কি কসর নামাজ পড়তে হবে?

প্রশ্ন : আমি জাহিদ হাসান। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। মেরিনার হওয়ায় আমাকে সমুদ্রে জাহাজে করে সারা বিশ্ব ভ্রমণ করতে হয়। কিন্তু যখন আমি সমুদ্রযাত্রা করি, এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাতে আমার ২০ থেকে ৪০ দিন সময় লাগে। আমার প্রশ্ন হচ্ছে, এই সময় আমি কি নামাজ কসর করব নাকি সাধারণভাবেই নামাজ আদায় করব?


উত্তর : যতদিন পর্যন্ত আপনি জাহাজে থাকবেন, ততদিন আপনি মুসাফির অবস্থায় থাকবেন এবং ততদিন পর্যন্ত আপনি কসর করতে পারেন। এতে অসুবিধা নেই। আপনার জন্য এই কসর করা বৈধ, যেহেতু আপনি মুসাফির অবস্থায় থেকে যাচ্ছেন।


কারণ আপনি সুনির্দিষ্ট কোনো গন্তব্যে যাচ্ছেন না। সাগরে ঘুরে বেড়াচ্ছেন ২০ থেকে ৪০ দিন। সুতরাং এই অবস্থায় সব সময় আপনি মুসাফির হিসেবে থাকবেন, আপনার জন্য কসর করা বৈধ।


যেমনিভাবে কসর করা বৈধ, ঠিক তেমনিভাবে দুই ওয়াক্ত সালাত একসঙ্গ আদায় করাও আপনার জন্য বৈধ। জোহর ও আসর আপনি একসঙ্গে আদায় করতে পারবেন। মাগরিব ও এশা আপনি একসঙ্গে আদায় করতে পারবেন।


যদি মনে করেন যে, কাজের ব্যস্ততার কারণে হয়তো সুযোগ পাবেন না, আপনি একসঙ্গে আদায় করতে পারেন । দুটিই আপনার জন্য বৈধ।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন