চোখ খুলে ঘুম

বন্ধু কৌতুক January 26, 2017 2,329
চোখ খুলে ঘুম

পল্টু আর বল্টুর দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে...


পল্টু : এই বল্টু, আজ থেকে আমি তোর বস!


বল্টু : কেন?


পল্টু : আমি তোর থেকে অনেক বড়। অনেক শান্ত। আমি যেকোন কঠিন কাজ অনেক সহজে করতে পারি, তাই!


বল্টু : অ্যাঁ, আমি যে কাজ চোখ বন্ধ করে করতে পারি, তুই সেই কাজ চোখ খুলে করতে পারবি?


পল্টু : কী এমন কাজ, শুনি!


বল্টু : আমি চোখ বন্ধ করে ঘুমাতে পারি, তুই চোখ খুলে ঘুমাতে পারবি?