চুল আঁচড়াতে গিয়ে চিরুনির দিকে তাকিয়ে আঁতকে উঠলেন! এতগুলো চুল উঠে এলো! চুল পড়া সাধারণ একটি সমস্যার নাম। নারী পুরুষ উভয় এই সমস্যায় ভুগে থাকেন। চুল পড়ার ভয়ে অনেকে চুল ডাই করা, স্ট্রেইট করা, হেয়ার স্টাইল করা বন্ধ করে দেন। এতকিছু করেও কি চুল পড়া বন্ধ হয়? মোটেও না। সহজলভ্য দুটি উপাদান দিয়ে চুল পড়া সমস্যা কিছুটা হলেও কমিয়ে ফেলা সম্ভব। কীভাবে? জেনে নিন উপায়টি।
উপকরণ
– এক কাপ মেথি
– এক মুঠো কারিপাতা
যেভাবে তৈরি করবেন
১। সারা রাত মেথি আধা কাপ পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এটি বেটে পেস্ট তৈরি করুন।
২। কারি পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এক চা চামচ কারি পাতা গুঁড়ো মেথির পেস্টের সাথে মিশিয়ে নিন।
৩। এই প্যাকটি মাথার তালু এবং চুলে ভাল করে লাগিয়ে নিন।
৪। প্যাকটি চুলে এক ঘণ্টার জন্য রাখুন।
৫। তারপর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার দিন।
৬। যদি চুলে খুশকির সমস্যা থাকে, তবে এই প্যাকের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন।
কার্যকারিতা
কারিপাতায় অনেকগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা চুলের বৃদ্ধি বাড়ায়। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড যারা চুল পড়া রোধ করে থাকে। কারিপাতার বিটা ক্যারোটিন এবং প্রোটিন পাতলা চুলকে ঘন করতে সাহায্য করে।
মেথিতে থাকা উপাদান চুল মজবুত করে। মেথির উপাদান মাথার তালুর চুলকানি ফাঙ্গাস দূর করে দেয়। ভাল ফল পেতে এই প্যাকটি সপ্তাহে দুইবার চুলে ব্যবহার করুন।