বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

কম্পিউটার রিভিউ January 19, 2017 1,073
বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ তৈরি করলো জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‍ফুজিটসু। ল্যাপটপটির মডেল ফুজিটসু লাইফবুক ইউ৯৩৭/পি। ল্যাপটপটির ওজন মাত্র ৭৯৯ গ্রাম বা ১.৭৬ পাউন্ড।


এর আগে সবচেয়ে কম ওজেনের ল্যাপটপ বাজারে ছাড়ে লেনোভো। যার ওজন ছিল ১.৭২ পাউন্ড। ওই ল্যাপটপটির মডেল লা ভি জেড। এটি এখন পাওয়া যাচ্ছে ১.৮৭ গ্রামে। সেই হিসেবে পৃথিবীর সবচেয়ে কম ওজনের ল্যাপটপ আনছে ফুজিটসু।


ফুজিটসুর ল্যাপটপটিতে আছে ১৩.৩ ইঞ্চির ডিসপ্লে। এর পুরুত্ব ১৫.৫ মিলিমিটার। এতে আছে কাবি লেক প্রসেসর। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত।


ল্যাপটপটি ব্ল্যাক এবং রেড এই দুইটি রঙে পাওয়া যাবে। ল্যাপটপটি বিস্তারিত কনফিগারেশন জানা যায়নি।


ফুজিটসু মূলত জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ল্যাপটপ ছাড়াও ট্যাবলেট বাজারে পাওয়া যাচ্ছে।