অ্যাম্বুলেন্স সাদা কেন

শিক্ষক-ছাত্র কৌতুক January 18, 2017 2,737
অ্যাম্বুলেন্স সাদা কেন

একবার এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করলেন...


শিক্ষক : অ্যাম্বুলেন্স সাদা হয় কেন?


এক ছাত্র : অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার থাকে। অক্সিজেন একটা গ্যাস, গ্যাস রান্নার কাজে ব্যবহার হয়। খাবার ভিটামিনের উৎস, আমরা সূর্য থেকে ভিটামিন ডি পাই। সূর্য আলো দেয়, আলো বাল্ব থেকে আসে। ক্রিসমাস ট্রিতে ছোট বাল্ব লাগানো হয়। ক্রিসমাস মানে গিফট। সান্তা গিফট নিয়ে আসে। সান্তা দক্ষিণ মেরুতে থাকে। ওইখানে মেরু ভাল্লুক থাকে! মেরু ভাল্লুক সাদা। এই জন্য অ্যাম্বুলেন্স সাদা!