ভেষজ অ্যালোভেরা প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে পারে আপনার ত্বক। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন।
• জেনে নিন কীভাবে ও কেন রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহার করবেন....
ত্বক উজ্জ্বল করতে
নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে ত্বক থাকে স্বাস্থ্যোজ্জ্বল। এছাড়া অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগালেও ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
ত্বকের বলিরেখা দূর করতে
অ্যালোভেরায় রয়েছে ভিটামিন সি, ই ও বেটা-ক্যারোটিন যা ত্বকের যত্নে অতুলনীয়। এটি বলিরেখা দূর করে টানটান করে ত্বক। প্রতিদিন পানির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে পান করুন ও অ্যালোভেরা জেল ঘষুন ত্বকে।
ত্বকের লালচে ভাব দূর করতে
ময়েশ্চারাইজার অথবা ক্রিমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন ত্বকে। দূর হবে ত্বকের লালচে ভাব।
ত্বকের ইনফেকশন দূর করতে
পোকামাকড়ের কামড় অথবা ইনফেকশন দূর করতে পারে অ্যালোভেরা। এজন্য অ্যালোভেরা জেল ত্বকে কিছুক্ষণ ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
রোদে পোড়া দাগ দূর করতে
অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে।
শুষ্ক ত্বকের যত্নে
রুক্ষ ও প্রানহীন ত্বকের যত্নে অ্যালোভেরা অনন্য। প্রতিদিন অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন ত্বকে। ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে ত্বক সুস্থ রাখবে এটি।