লটারিতে এক কোটি টাকা

শিক্ষক-ছাত্র কৌতুক January 17, 2017 2,329
লটারিতে এক কোটি টাকা

ক্লাসে শিক্ষার্থীদের বললেন শিক্ষক...


শিক্ষক : মনে করো, তুমি লটারিতে এক কোটি টাকা পেয়েছ। এবার এ নিয়ে একটা রচনা লেখো।


লেখা শেষে সবাই খাতা জমা দেয়ার পর দেখা গেল, পল্টু সাদা খাতা জমা দিয়েছে।


শিক্ষক : কী ব্যাপার পল্টু, তুমি কিছু লেখনি কেন?


বিল্টু : আপনার কী মনে হয়, লটারিতে এক কোটি টাকা জিতলে আমি এখানে বসে বসে রচনা লিখতাম?